পারমাণবিক তেজস্ক্রিয়তা মোকাবিলায় প্রস্তুত ইরান

অ+ অ-
ইরানে পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরদোর স্যাটেলাইট থেকে তোলা ছবি। ছবি : এএফপি

ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই সম্ভাব্য পারমাণবিক তেজস্ক্রিয়তার প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। আজ শনিবার (২১ জুন) দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

জাফারিয়ান বলেন, "ইসরায়েল এখন পর্যন্ত কোনো অপ্রচলিত অস্ত্র ব্যবহার করেছে বলে আমরা খবর পাইনি। তবে পারমাণবিক চুল্লিগুলোকে লক্ষ্যবস্তু করা হলে যেকোনো পারমাণবিক বিকিরণ মোকাবিলায় আমরা প্রস্তুত। আশা করি আমরা সেই পর্যায়ে পৌঁছাব না।"

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিনটি হাসপাতাল আক্রান্ত হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। এগুলোর সবই বেসামরিক লক্ষ্যবস্তু বলে তিনি উল্লেখ করেন। জাফারিয়ান আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, "দেড় বছর ধরে গাজায় তাদের অক্ষমতা দেখার পর আমরা তাদের কাছ থেকে তেমন কিছু আশা করি না।"

জাফারিয়ান জানান, ইরানে নিহতের সংখ্যা ৪৩০ জনে পৌঁছেছে, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়াও সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন